• The Government of the Peoples Republic of Bangladesh

বাংলাদেশ হতে ইতালিতে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল।

বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি তবে ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে। ৩১ আগস্ট থেকে কার্যকর হয়ে ৩১,২০২১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলে রোমের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
শর্তসমূহ :
বিদ্যমান কভিড পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞার আওতাধীন বাংলাদেশ (এবং ভারত ও শ্রীলংকা) এর নাগরিকবৃন্দ (যাদের কভিড-আক্রান্তের উপসর্গ নেই),
ক) যাদের ২৮ আগস্ট ২০২১ এর পূর্ব থেকেই ইতালিতে রেসিডেন্স পারমিট (residenza anagrafica) ছিল অথবা
খ) যারা স্টে পারমিট (permesso di soggiorno/carta di soggiorno lungo periodo) নবায়নের রসিদ (ricevuta di rinnovo) সহ ইতালির বাইরে অবস্থান করছেন
গ) যারা স্টে পারমিট মেয়াদ উত্তীর্ণ হবার পর রি-এন্ট্রি ভিসা পেয়েছেন এবং
ঘ) নতুন ফ্যামিলি ভিসাধারীরা (পরিবারের মূখ্য/ প্রধান/ Principal Member-এর ২৮ আগস্ট ২০২১ এর পূর্বে ইতালিতে রেসিডেন্সি থাকা সাপেক্ষে) এ সুবিধার আওতায় ভ্রমণের সুবিধাপ্রাপ্ত হবেন।
ঙ) পড়াশোনা/ শিক্ষা সংক্রান্ত কারণে যাদের ইতালিতে যাওয়া আবশ্যক তারাও নতুন অধ্যাদেশের আওতায় সুবিধাপ্রাপ্ত হবেন


উপরোক্ত শর্ত যারা পূরণ করতে পারবেন না তাদের ক্ষেত্রে সর্বশেষ অধ্যাদেশ অনুযায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত প্রযোজ্য হবে পরবর্তীতে নতুন ঘোষণা না আসা পর্যন্ত। তবে জরুরী প্রয়োজনে তারা ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি গ্রহণ সাপেক্ষে ইতালিতে প্রবেশ করতে পারবেন। উক্ত অধ্যাদেশের আওতায় সিজনাল জব ভিসা, নন-সিজনাল জব ভিসা, ভিজিট/ট্যুরিস্ট ভিসাধারী ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত হবেন না।
বর্ণিত সুবিধা গ্রহন করে আগমনকারীদের নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালন (comply) করতে হবেঃ
১. ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form ফর্ম পূরণ করে আসতে হবে।
২. ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টা আগে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালির বিমানবন্দরে পৌঁছানোর পর আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
৩. যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৪. ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।